Current Affairs, November 2017


কারেন্ট অ্যাফেয়ার্স, নভেম্বর - ২০১৭



১৷ বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ কে ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি দিয়েছে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান
     –  ইউনেস্কো ।
২৷ বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ কে ঐতিহাসিক দলিল হিসাবে কত তারিখে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে
     -- ৩০/১০/২০১৭ ।
৩৷ ৭৮টি দলিল মনোনয়নের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ কততম? -- ৪৮তম ।
৪৷ কত সালে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড প্রোগ্রাম চালু করে ইউনেসকো?? -- ১৯৯২ সালে ।
৫৷ টি-টুয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান কে? -- ডেবিড মিলার (দক্ষিন আফ্রিকা)--৩৫ বলে সেঞ্চুরি  
     করেন ৷
৬৷ সম্প্রতি কোন জেলায় ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়? -- বোরহান উদ্দিন, ভোলা
৭৷ বাংলাদেশে পেপ্যালের পেমেন্ট সার্ভিস জুম আনুষ্ঠানিকভাবে চালু হয়? -- ১৯ অক্টোবর, ২০১৭ ।
৮৷ পদ্মা সেতু দৃশ্যমান হয় কত তারিখে?-- ৩০ সেপ্টেম্বর, ২০১৭ (৩৭ ৩৮ নং স্পেনের উপর স্টিলের  
     স্ট্রাকচার বসানো হয়)
৯৷ পদ্মা সেতুর (বাংলাদেশের বৃহত্তম দক্ষিন এশিয়ায় ২য়) দৈর্ঘ্য- .১৫ কিমি ৷
১০৷ পদ্মা সেতুর পিলার-৪২টি এবং স্প্যান-৪১টি ।
১১৷ পদ্মা সেতু জনগণের জন্য উন্মোক্ত হলে বাংলাদেশের জিডিপি কত শতাংশ বেড়ে যাবে? -- .% ।
১২৷ খানা আয় ব্যয় জরিপ ২০১৬ অনুযায়ী সবচেয়ে দারিদ্র্যের হার বেশি কোন জেলায়? – কুড়িগ্রামে  
       (৭০.%) ।
১৩৷ নিঝুম দ্বীপের দেশ -- নোয়াখালি
১৪৷ সুন্দরবনের প্রবেশদ্বার -- বাগেরহাট
১৫৷ হাওরকন্যা বলা হয় সুনামগঞ্জ ।
১৬৷ ৯০তম অস্কারে বাংলাদেশের কোন ছবি বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে লড়বে? -- আকরাম খান  
       পরিচালিত খাঁচা ।
১৭৷ বর্তমানে বিশ্বে কোন সংকটকে সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয়েছে? 
        -- রোহিঙ্গা  সংকট ।
১৮৷ বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান "সেবাস্তিয়ান কুর্জ" কোন দেশের? – অষ্ট্রিয়া ।
১৯৷ 'দ্য ওয়ার্ল্ড' নামক কৃত্রিম দ্বীপটি কোন দেশ তৈরি করছে? -- সংযুক্ত আরব আমিরাত ।
২০৷ কুর্দিস্তানে স্বাধীনতার দাবিতে গণভোট হয় -- ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ।
২১৷ কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে গণভোট হয় -- অক্টোবর, ২০১৭ ।
২২৷ সৌরজগতের প্রাচীনতম গ্রহের নামবৃহস্পতি ।
২৩৷ দেহঘড়ির আণবিক সূত্র উদঘাটন গবেষণার জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার পান কে কে
        -- জেফরি সি.হল, মাইকেল রসবাশ, মাইকেল ডব্লিউ. ইয়াং (যুক্তরাষ্ট্র) ।
২৪৷ নোবেল পুরস্কার ২০১৭ এর পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কতজন? -- ১১ জন সর্বকনিষ্ঠ - কাজুও ইশিগুরো  
       (সাহিত্য)
২৫৷ "নোবেল পুরস্কার ২০১৭" পদার্থবিদ্যায় কে কে লাভ করেন? -- রেইনার ওয়েস (জার্মানি), ব্যারি সি   
        ব্যারিশ (যুক্তরাষ্ট্র), কিপ এস, থর্ন (যুক্তরাষ্ট্র) ।
২৬৷ "নোবেল পুরস্কার ২০১৭" রসায়নে কে কে লাভ করেন? --জ্যাক দুবোশে (সুইজারল্যান্ড), জোয়াকিম  
        ফ্রাঙ্ক (জার্মানি),  রিচার্ড হ্যান্ডারসন (স্কটল্যান্ড) ।
২৭৷ "নোবেল পুরস্কার ২০১৭" সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? -- কাজুও ইশিগুরো (যুক্তরাজ্য)
২৮৷ অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মনস্তত্বের প্রভাব তুলে ধরার জন্য অর্থনীতিতে "নোবেল পুরস্কার  
       ২০১৭" লাভ করেন কে? -- রিচার্ড এইচ থ্যালার (যুক্তরাষ্ট্র)
২৯৷ 'The Remains of the Day' কার সেরা উপন্যাস? -- কাজুও ইশিগুরো ।
৩০৷ শান্তিতে "নোবেল পুরস্কার ২০১৭" পায় কোন সংগঠন? – ICAN (যাত্রা শুরু ২৩ এপ্রিল, ২০০৭ 
        সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড)
৩১৷ প্রথমবারের মতো বিশ্বকাপের চুড়ান্ত পর্বে সুযোগ লাভ করে কোন দেশ? -- আইসল্যান্ড পানামা ।
৩২৷ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহরের নাম কি? – টোকিও ।
৩৩৷ প্রথমবারের মতো ক্রিকেটে দলেরসমন্বয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হবে কত সালে? – ২০১৯ ।
৩৪৷ প্রথমবারের মতো ক্রিকেটে ১৩ দলের সমন্বয়ে ওয়ানডে লীগ শুরু হবে কত সালে? -- ২০২০ সালে ।
৩৫৷ 'বিএন নিশান' 'বিএন দুর্গম' কি? -- বাংলাদেশে নির্মিত যুদ্ধজাহাজ ।
৩৬৷ WHO কবে BIRDEM-কে তাদের সহযোগী কেন্দ্র হিসেবে মর্যাদা দেয়? -- ১৯৮২ সালে ।
৩৭৷ 'শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক' কোথায় অবস্থিত? -- বেজপাড়া, যশোর ।
৩৮৷ মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? -- .৭০ কিলোমিটার
৩৯৷ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? -- ২৪ কিমি ।
৪০৷ দেশের প্রথম একমাত্র লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মিত হচ্ছে কোথায়? -- ফেনীর মহিপালে ।
৪১৷ ভাসানচর কোথায় অবস্থিত? -- হাতিয়া, নোয়াখালী ৷
৪২৷ দেশের প্রথম স্মার্টফোন কারখানা কোথায় অবস্থিত? -- চন্দ্রা, গাজীপুর
৪৩৷ "The Coaliton Years: 1996 to 2012" নামক আত্মজীবনীমূলক গ্রন্থের লেখক কে? --প্রণব মুখার্জী ।
৪৪৷ ফেসবুক লাইক বাটনের উদ্ভাবক -- জাস্টিন রোজেনসটিন ।
৪৫৷ "বিশ্ব জনসংখ্যা রিপোর্ট - ২০১৭"
        -- বিশ্বের মোট জনসংখ্যা - ৭৫৫ কোটি
        -- বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার - .%
        -- জনসংখ্যায় বৃহত্তম দেশ - চীন
        -- নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ - নাইজার (. জন)
        -- নারী প্রতি কম প্রজনন হারের দেশ - মলদোভা পোল্যান্ড (. জন)
        -- সার্কভুক্ত যে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিকআফগানিস্তান (.%)

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.