Govt. Job Fields for Engineers

"টার্গেট যখন সরকারি চাকুরি"

(Only for Govt. Job Seekers)


১। PDB (পিডিবি):
বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থার ক্ষেত্রে সর্বোচ্চ প্রতিষ্ঠান। এর আন্ডার-এ কতগুলো স্বায়ত্তশাসিত কোম্পানি আসে। এগুলো হল-
1. NWPGCL
2. EGCB
3. APSCL
4. RPCL
5. WZPDCL

এদের মধ্যে ১ম ৪টি স্বায়ত্ত শাসিত কোম্পানি বিদ্যুৎ উৎপাদন করে শেষের টি (WZPDCL) বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার কাজ করে

DESCO + DPDC সম্পরকে কিছু কথা:
ঢাকায় থাকার জন্য বেষ্ট। মূলত EEE এড় পাশাপাশি ME, CE, CSE রাও এখানে জব করে।
এরা শুধু মাত্র Dhaka তে বিদ্যুৎ বিতরণ করে। The company is now under the Power Division of the Bangladesh Ministry of Power, Energy and Mineral Resources।

PGCB সম্পরকে কিছু কথা:
বিদ্যুৎ ট্রান্সমিশন করার জন্য একমাত্র দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠান।

BREB সম্পর্কে কিছু কথা:
The company is under the Power Division providing POWER to RURAL areas. এটি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার কাজ করে।

Note: PDB & REB বাদে সবার বেতন 80K+ যা আরও বাড়বে।
যেহেতু PDB, both Generation & Distribution নিয়ে কাজ করে, তাই PDB ই BEST. কিন্তু DESCO + DPDC ঢাকায় থাকার জন্য বেষ্ট। (প্রেফারেবল for ME / EEE, CE/CSE এর কিছু POST আসে।)

২। PETROBANGLA:
গ্যাস ও তেল উৎপাদন ও বিতরণ বাবস্থার ক্ষেত্রে সর্বোচ্চ প্রতিষ্ঠান। এর আণ্ডার এ কতগুলো স্বায়ত্তশাসিত কোম্পানি আসে। এগুলো হল-
1. KGDCL (Kornofuli Gas Distribution Company ltd. ).
2. GTCL (Gas Transmission & Distribution Company ltd.)
3. JGTDCL (jalalabad........)
4. TGTDCL (Titas.....)
5. BAPEX
6. BGFCL (Bangladesh Gas Field Company ltd.)
7. SGFCL (Sylhet .....)
8. BGSL (Bakhrabad .......)
9. WZGCL (West Zone ......)
10. MHRMCL (Moddhopara Hard Rock Mining)
11. CNGCL

এদের মধ্যে ১ম ৪টি স্বায়ত্তশাসিত কোম্পানি গ্যাস বিতরণ করে, BAPEX নতুন গ্যাসকূপ খনন করে, অন্যান্য রা গ্যাস উৎপাদন ব্যবস্থার কাজ করে।
NOTE: এদের মধ্যে Petrobangla যেহেতু সবাই কে নিয়ন্ত্রণ করে, তাই Petrobangla Best. (প্রেফারেবল for ME / EEE, CE / CSE এর কিছু POST আসে।)

৩। WASA & RAJUK:
ঢাকায় থাকার জন্য বেষ্ট। মূলত CE এড় পাশাপাশি ME, EEE রাও এখানে জব করে।

৪। WDB & BADC:
মূলত CE এড় পাশাপাশি ME, EEE রাও এখানে জব করে।

৫। BCIC:
ফাড়টিলাইজার উৎপাদন ও বিতরণ বাবস্থার ক্ষেত্রে সরবোচচ প্রতিষ্ঠান। (মূলত ME, EEE রা এখানে জব করে)। এর আন্ডার-এ কতগুলো সার কারখানা আসে। এগুলো হল-
1. Ghorashal Fertilizer.
2. Polash Urea Fertilizer
3. Ashuganj Fertilizer
4. Shahjalal Fenchugonj Fertilizer
5. Chittagong Urea Fertilizer
6. Jamuna Fertilizer, Jamalpur, etc.

৬। BJMC & BSMC:
পাট ও চিনি উৎপাদন ও বিতরণ বাবস্থার ক্ষেত্রে সরবোচচ প্রতিষ্ঠান। (মূলত ME, EEE রা এখানে জব করে) এর আন্ডার-এ কতগুলো কারখানা আসে। এগুলো হল-
1. North Bengal Sugar Mill, Natore
2. Joypurhat Sugar Mill,
3. Rajshahi Sugar Mill,
4. Keru & Kong Sugar Mill, Chuadanga etc.

৭। এ ছাড়া ও BANGLADESH ARMY / NAVY / AIR FORCE:
এ Engineer হিসেবে জব করার Scope রয়েসে। (Everyone can try for this)

৮। PSC কে সবাই চিনি:
এর আণ্ডার এ কতগুলো মন্ত্রণালয় (Ministry) এ Engineer der job er EXAM hoy. এগুলো 1st class job. তাছাড়া Relaxable. (Everyone can try for this).

৯। BRTA (Bangladesh Road Transport Authority) & BSTI (Bangladesh Standard and Testing Institute) সম্পর্কে আমরা সবাই কিছু না কিছু জানি । (মূলত ME, CE, EEE রা এখানে জব করে)

১০। অন্যান্য সরকারি চাকুরী- BIWTA, BITAC, BSEC (Bangladesh Steel and Engg. Corporation, BMTF (Bangladesh Machine Tool Factory), BPC, Bangladesh Somorasro Karkhana & Polytechnique Institute of Bangladesh (20/30 ta to hobei) etc.

Knowledge Share করুন। Share করলে তা কখনও কমে না বরং বৃদ্ধি পায়।
কৃতজ্ঞতা: Saif Saiful (RUET)

11 comments:

  1. Remarkable article, it is particularly useful! I quietly began in this, and I'm becoming more acquainted with it better! Delights, keep doing more and extra impressive! Govt Job Circular

    ReplyDelete
  2. This is really an awesome article. Thank you for sharing this.It is worth reading for everyone.

    ce certification cost

    ReplyDelete
  3. This is really an awesome article. Thank you for sharing this.It is worth reading for everyone.

    13485 certification

    ReplyDelete
  4. GlassWire is an advanced network data usage and monitoring application that ... How to install and register Full Version / apply Crack.GlassWire Elite Keygen

    ReplyDelete
  5. Key columns should have values that are (somewhat) unique to a given row, such as an ID number. Beyond Compare will give them precedence when trying to .https://cyberspc.com/beyond-compare-crack-free-download/

    ReplyDelete

Theme images by Jason Morrow. Powered by Blogger.