Helpful Tips for Students



 "Every Student Should Follow Below Tips"

আপনার বয়স কি ২২/২৩ বছর? এই বয়সে আমাদের মধ্যে কি কি Asset / অর্জন / যোগ্যতা / জ্ঞান থাকা উচিৎ? নিজের এক্সপেরিয়েন্স থেকে একটা লিস্ট দিলাম। সবার জীবনের চাওয়া পাওয়া আলাদা। তাও, নিজের সাথে মিলিয়ে দেখতে পারেন।

. পাসপোর্ট:-  
খুবই দরকারি। বিদেশে আমাদের দেশের ID Card এর চেয়ে বেশী গ্রহণযোগ্য। আজকাল এইটা করা আগের চেয়ে অনেক সহজ। না থাকলে নিজের জন্য করে ফেলেন। তাছাড়া কখন হঠাত লাগতে পারে জানবেনও না। 

. ব্যাংক একাউন্ট:- 
বলা বাহুল্য। না থাকলে নিদেনপক্ষে একটা সেভিং একাউন্ট থাকা উচিৎ। কোন ঝামেলা ছাড়াই। আজই? 

. Powerpoint Skill:- 
আপনাকে নিজে নিজে একটা ১৫ স্লাইডের প্রেজেন্টেশন বানানো আর তা ২০ জনের সামনে present করার স্কিল থাকতেই হবে। 

. TIN Certificate:- 
আয় করেন আর নাই করেন, একটা TIN নাম্বার নিয়া ফেলেন। সার্টিফিকেট এর
মর্যাদাই আলাদা। প্রতি বছর ট্যাক্স থাকলেও রিটার্ন দাখিল করেন। নিজেরে অনেক অনেক ভালো
লাগবে। 


. Basic Excel:- 
Basic Excel জানা কত্ত জরুরী তা ঠেকার আগেই শিখে নেন। মাস লাগবে মাত্র। আর Advanced Level এর জন্য Chandoo সাইট তো আছেই। 

. Academic Paper:- 
অন্তত ৩০ পাতার একটা একাডেমিক পেপার/ থিসিস লিখার এক্সপেরিয়েন্স, Citation সহ, থাকা প্রফেশনাল জীবনে লাগবে। 

. Official/ Formal Letter:- 
দুই পাতার একটা ফর্মাল বা অফিশিয়াল চিঠি লিখতে গ্র্যাজুয়েট হইয়া না পারলে কোন জিপিএ কাজে আসবে না। 

. Formal Attire/ Etiquette:- 
একটা টাই বাঁধতে জানা উচিৎ। একটা সাধারণ মানের স্যুট হইলেও থাকলে মন্দ হয় কি? কাটা চামচ দিয়া খাওয়া সহ ফরমাল ডাইনিং এর রীতিনীতি ইউটিউবেই দেখা যায়। 

. Religion:- 
নিজের ধর্মগ্রন্থ একবার হইলেও মানে বুঝে শেষ করা। সারাজীবন অন্যের কথায় চলবো? 

১০. Geography / History/ General Knowledge:- 
UK, Great Britain, England এর পার্থক্য জানেন? জানেন Scandinavian বা Nordic দেশ মানে কি? বা প্লেন কেমনে আকাশে উড়ে? আমরা বাজারে দাঁড়িপাল্লায় কি মাপি - ভর না ওজন? 

১১. গাড়ি চালানো:- 
শিখে ফেলেন আর একটা লাইসেন্স নেন। গাড়ি থাকার দরকার নাই। অন্তত ড্রাইভিং টা শিখা রাখেন। 

১২. সাঁতার জানা:- 
না জানলে জীবন ১৬ আনাই বৃথা! 

১৩. নিজের সিভি:- 
এক্সপেরিয়েন্স নাই? তাতে কি? পড়াশুনা শেষ হয় নাই? মাফি মুশকিলা! লিখা ফেলেন না একটা! অনেক অনেক এগিয়ে থাকবেন।
কিছু কিছু জিনিসের জন্য ২৩/২৪ বছর হতে হয় না। খালি মানুষ হলেই হয় - ভদ্রতা। নম্রতা। নিরহঙ্কারী, সত্যবাদিতা। কারো সুযোগ না নেয়ার ক্ষমতা। অন্য ধর্ম বা জাতের প্রতি শ্রদ্ধা।"

উপরের থেকে ১৩ এর মধ্যে আপনের কয়টা করা / জানা আছে?
(কৃতজ্ঞতা: Sabbir Ahsan)

1 comment:

  1. I appreciate you presenting some excellent, unbiased questions and their responses regarding the post. To know more about TIN certificate visit online tin registration Bangladesh

    ReplyDelete

Theme images by Jason Morrow. Powered by Blogger.