Secret of Success
১. জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রমী হতে হবে, নো শর্টকাট।
২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।
৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না - দুই-ই সমান।
৪. আপনি কি অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।
৫. ঘুমানোর মজা আর ভোর দেখার মজা একসাথে পাওয়া যাবে না। যখন জীবন কে চাবুক মারতে হয় তখন জীবন টা কে উপভোগ করলে জীবনে সফল হওয়া যাবে না।
৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।
৭. যে সবকিছু তৈরী পাওয়ার জন্য তৈরী, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।
৮. NO মানে একেবারে “না” নয়। NO = Next Opportunity.
৯. জয়ী হতে হলে কি কি করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।
১০. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।
No comments