VIVA PREPARATION: Introduce Yourself
Self Assessment is a Key Factor to Get a Job Easily
Viva-তে আপনাকে বলা হলো "Introduce Yourself" - এই ধরনের প্রশ্নে কম বেশি সবাইকে ভ্যাঁবাচ্যাঁকা খেতে হয়। কি বলবো, না বলবো ভেবে পাই না। তো কি বলবেন আর কি বলবেন না সেটা নিয়ে কথা বলছি।
কি কি বলবেন না:
১. নিজের নাম, ঠিকানা (গ্রাম, ডাকঘর, থানা, জেলা) বলতে শুরু করবেন না, এসব বোর্ড এর স্যাররা আগে থেকেই জানেন / আপনার স্যার্টিফিকেট এ দেওয়া থাকবেই, তাই বলার দরকার নাই।
২. বংশ পরিচয় (তারা আপনার বংশ পরিচয় চায়না)।
৩. পরিবারের মানুষ কতজন (তারা আপনার পরিবার এ কতজন মানুষ আছে সেটা জানতে চায়না, তারা আপনার কাজ দেখতে চায়)।
৪. অপ্রয়োজনীয় কাহিনী বলতে শুরু করবেন না।
১. নিজের কাজ সম্পর্কে বলুন (কলেজ,ইউনিভার্সিটি তে কি কি কাজ করেছেন সেগুলো বলেন)।৩. পরিবারের মানুষ কতজন (তারা আপনার পরিবার এ কতজন মানুষ আছে সেটা জানতে চায়না, তারা আপনার কাজ দেখতে চায়)।
৪. অপ্রয়োজনীয় কাহিনী বলতে শুরু করবেন না।
যা যা বলবেন:
২. আপনি টিম এ কাজ করেছেন কিনা বলুন।
৩. কোনো প্রজেক্ট এর কাজ করেছেন কিনা বলেন।
৪. কালচারাল প্রোগ্রাম করেছেন কিনা বলুন।
৫. আপনি খেলাধুলা করেছেন কিনা, দলের সংকট মুহুর্তে আপনার অবদান কতকুটু ছিলো।
৬. মানুষদের সাহায্যে আপনি এগিয়ে গেছেন কিনা, জনসেবামূলক কোন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন কিনা বলুন (যেমন রক্তদান কর্মসূচি)। এটা বললে আপনি কতটা হেল্প ফুল সেটা বুঝানো হয়ে যাবে।
৭. আপনি কাজের প্রতি কতটা ডেডিকেটেড সেটা বুঝান, প্রজেক্ট এর কাজ করে থাকলে সেটা কতদিন লেগেছিলো সেটা বলেন।
৮. আপনাকে চাকরি টা দিবে,কেনো দিবে? আপনি কি পারবেন ঠিকঠাক ভাবে কাজ করতে? এসব কায়দা করে বুঝিয়ে দিন বোর্ড মেম্বার দের।
৩. কোনো প্রজেক্ট এর কাজ করেছেন কিনা বলেন।
৪. কালচারাল প্রোগ্রাম করেছেন কিনা বলুন।
৫. আপনি খেলাধুলা করেছেন কিনা, দলের সংকট মুহুর্তে আপনার অবদান কতকুটু ছিলো।
৬. মানুষদের সাহায্যে আপনি এগিয়ে গেছেন কিনা, জনসেবামূলক কোন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন কিনা বলুন (যেমন রক্তদান কর্মসূচি)। এটা বললে আপনি কতটা হেল্প ফুল সেটা বুঝানো হয়ে যাবে।
৭. আপনি কাজের প্রতি কতটা ডেডিকেটেড সেটা বুঝান, প্রজেক্ট এর কাজ করে থাকলে সেটা কতদিন লেগেছিলো সেটা বলেন।
৮. আপনাকে চাকরি টা দিবে,কেনো দিবে? আপনি কি পারবেন ঠিকঠাক ভাবে কাজ করতে? এসব কায়দা করে বুঝিয়ে দিন বোর্ড মেম্বার দের।
এই প্রশ্নের উত্তরটা English-এ এভাবে বলা যেতে পারে:
It's very pleasure to introduce myself in front of you people here. My background qualifications are given already in my academic certificate. I wanted to tell something more, about my extra curricular activity like I was a team leader. I took part an event management in our college / university. I make a project which name is (--project name / git link--) and this project was the best project in our university. Besides this I love to play game like football, cricket. University /collage life was a very memorable / historic part in my life that time I took many task of challenge. Most of the time I passed those task as a successful leader, but some time I failed and then I took learn from this failure and try to not do this future.
ভাইভাতে সব সত্য বলবেন। যা করেছেন লাইফ-এ, যদিওবা সেটা অল্পকিছু হয়, সেই কাজটাতে আপনার ভুমিকা কি ছিলো সেটাই বুঝান।
No comments