Civil Engineering Real Viva (BGFCL)


বাংলাদেশ গ্যাস ফিল্ড কো. লি. এর ভাইভা অভিজ্ঞতা 


......................................................
পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (সিভিল)
সময় ১০-১২ মিনিট।
ভাইভা বোর্ডে মোট সদস্য ছিলো ৭-৮ জন,
একজন বুয়েট-এর স্যারও ছিলেন ।
......................................................


সালাম দিয়ে ভিতরে ঢুকতেই বললেন “ What’s ur name? Can you introduce yourself?”
আমি বসে ধন্যবাদ দিয়ে সবকিছু বলা শুরু করলাম।

বুয়েট-এর স্যার বললেন , একটা দশ তালা বিল্ডিং করার জন্য আপনি কি করবেন? আমি ফিল্ড ওয়ার্ক থেকে বলা শুরু করলাম, স্যার আমাকে থামিয়ে দিয়ে বললেন আপনি ডিজাইন করবেন না? আমি সরি বলে শুরু থেকে ডিজাইন সহ স্টেপ বাই স্টেপ সব কিছু বললাম।

বুয়েট স্যারঃ আচ্ছা খাবার পানির PH, iron, arsenic এর স্ট্যান্ডার্ড ভ্যালুগুলা বলেন।
(আমি WHO স্ট্যান্ডার্ড অনুযায়ী বলা শুরু করলাম, স্যার আমাকে থামিয়ে দিয়ে বললেন হু না WHO বলবেন। আমি সবগুলো ভ্যালু বললাম।)

বুয়েট স্যারঃ আচ্ছা আপনি ফিল্ডে গিয়ে একটা ইট দেখে কিভাবে বুঝবেন যে এটা ফার্স্টক্লাস? ব্রিকের T-Test টা বলুন তো।
(আমি বলা শুরু করলাম, স্যার সব শুনে বললেন, আচ্ছা আপনি তো ৫ ফিট ৫ ইঞ্চি হতে পারেন, তাহলে ইট টা ৬ ফিট উপরে উঠাবেন কিভাবে? মাথার উপর হাত উচু করে?
আমি বললাম উঁচু কোথাও দাঁড়িয়ে। )

বুয়েট স্যারঃ SPT N ভ্যালু কিভাবে মেজার করবেন?

বুয়েট স্যারঃ SPT test এর sample tube এর ডাইমেনশন বলেন তো ?

বুয়েট স্যারঃ কতো লোড এপ্লাই করা হয় এবং সেটা কতো উঁচু থেকে এপ্লাই করা হয়?

বুয়েট স্যারঃ আচ্ছা ঢাকা শহরে যে পরিবেশ দূষিত হচ্ছে, কেন হচ্ছে?
(এটা ওটা বলে বুঝানোর চেষ্টা করলাম)
বুয়েট স্যারঃ ঢাকা শহরের ট্যানারি গুলো কোথায় সরানো হয়েছে? ওটা নিয়ে একটা মেগা প্রকল্প হচ্ছে, নাম বলতে পারবেন?
(প্রকল্পের নাম টা বলতে পারলাম না)

বুয়েট স্যারঃ একটা হাইরাইজ বিল্ডিং এর ক্রাক কোথায় হয়, টপ ফ্লোর না গ্রাউন্ড ফ্লোর এ?
(যা বুঝি এটা ওটা বুঝায় বললাম)

বুয়েট স্যার এবার গ্যাস ফিল্ডের স্যারদের বললেন এবার আপনারা প্রশ্ন করুন।

মেম্বার ১: আচ্ছা বাংলাদেশ গ্যাস ফিল্ড নিয়ে আপনি কি জানেন বলুন? কাজ কি? মাটির নিচে গ্যাস গুলা কিভাবে থাকে জানেন? উত্তোলন প্রসেস তা জানেন? অফসোর আর অনসোর কি জানেন? দুইটা গ্যাস ফিল্ড যে কোস্টাল এরিয়ায় আছে, নাম জানেন?

(আমি যা পারলাম বললাম, যেটা তে একটু আটকে যাচ্ছিলাম বুয়েট এর স্যার টা আমাকে বুঝিয়ে দিয়ে বলায় সহযোগিতা করলেন)

বুয়েট স্যারঃ আচ্ছা মাটির পারমিএবিলিটি কিসের উপর ডিপেন্ড করে? এগ্রিগেট কোর্স না ফাইন হলে পারমিএবিলিটি বাড়ে?

মেম্বার ২: মুক্তিযুদ্ধ সম্পর্কে জানেন? বলেন তো মুজিব নগর সরকার কবে গঠিত হয়, কবে তারা শপথ নেয়? কয়জন মেম্বার নিয়ে সরকার টা গঠিত ছিলো? একে একে সবার নাম পদবী সহ বলেন।

মেম্বার ৩: আপনার এই জব হলে জয়েন করবেন তো? আপনারা তো আবার বিসিএস হলে জব ছেড়ে দেন। আপনি কি করবেন?

মেম্বার ২: আচ্ছা ধন্যবাদ আপনাকে, এখন আসতে পারেন আপনি।
(আমি সালাম দিয়ে চলে আসলাম)।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.